কেমন করে বলি আসলে কেমন সে।
শুধু এটুকুই জানি মন তাকেই ভালোবাসে।


প্রতিটি সত্তা জুড়ে সে যে জড়িয়ে থাকে।  
উপলব্ধির উপত্যকায় মন শুধু তাকেই ডাকে।


সে হাসলে দুঃখ ভাঙে ফোটে খুশির কদম।
তার কথা বলতে গেলে শব্দ পড়ে যায় কম।


সে তাকালে সব ইচ্ছেরা মেলে সুখের পেখম।
বুকে জাগে অজানা অনুভূতি নানান রকম।


ঝিনুকের ভেতর মুক্তোর মতো তার মন।
বর্ষার নদীর মতো আজও বাধাহীন বিচরণ।


কেমন করে বলি আসলে ঠিক কেমন সে।
আজও ধ্রুবতারা হয়ে জ্বলে সে বুকের আকাশে।