একস্থানে বেড়ে ওঠা, অন্য স্থানে আবার রোপণ ।
কী আর করবি বল । এটাই যে সামজিক রীতি ।
এটাই যে মানতে না চাওয়া সব মেয়েরই জীবন ।


জানি ছাড়তে ইচ্ছে করে না- জন্মস্থান। জন্মভিটে ।
তবুও তো নতুনের হাতের উপর হাত রেখে ।
বিশ্বাসে বাঁধতে হয় জীবন একটা সম্পর্কের গিঁটে ।


দু'চোখের কাঁচে বাষ্প জমে ! খুব কষ্ট জাগে নারে ?
আসলে নদীর উৎসস্থল যতই হোক পর্বতমালা ।
তাঁকেও তো মিশে থাকতে হয় কোনও এক সাগরে।  


দুঃখ করিস না ! বরং বড় করে দ্যাখ ভালোবাসা ।
প্রথম প্রথম না হয় একটু মন খারাপ হলই বা ।
জানবি তোকে ঘিরে পূর্ণ হয়েছে কত জনের আশা ।


থাক গে এ কথা। এখন তোর সময় স্বপ্ন সাজাবার।
নতুন ঘরে নতুন পরিবারে। চাই নতুন মানুষ―
ভীষণ আপন হোক। স্থাপন হোক তোরও অধিকার।


চলার পথে চড়াই থাকলে, উতরাইও থাকবে ঠিক ।
চাইবো তুইও নিজের মত, নিজেকে রেখে সংযত,
চাঁদ হয়ে আলোকিত করে দিবি রাতেরও সবদিক ।


শুভেচ্ছা- শুভকামনা। ভালোবাসাও থাকলো সাথে ।
জীবন তোর সুখের হোক। ভিজুক প্রেমেরই ধারাতে ।