তোমার পায়ের নিচে আজ আর ফুল নয় !
ফুলের মতো ছড়িয়ে আছে
শিশুদের কুচানো মাংসের কুচি।
তোমার গলায় আজ আর ফুলের মালা নয় !
ঝুলছে- এক একটা কাটা মাথা
জুড়ে জুড়ে গাঁথা মুণ্ডমালা।
তোমার আশেপাশে গঙ্গা জলের বদলে
ছিটানো হচ্ছে তাজা রক্ত!    
কিছু দূরে
অবলা গুলোর ঘর-বাড়ীতে  আগুন জ্বালিয়ে
বানানো হচ্ছে জ্বলন্ত যজ্ঞবেদি।
তুমি পূজিত হচ্ছো হিংস্রতার মন্ত্রে।  


অথচ কী অদ্ভুত !!  
শান্তির নোবেল হাতে
তুমি দাঁড়িয়ে আছো জীবন্ত স্ট্যাচু হয়ে।
আর গ্রহণ করে নিচ্ছো চুপচাপ সব।  


          *******