মাথার উপর ছড়িয়ে আছে
নুন- মরিচে মেঘ, ছুঁড়ছে
শুধুই বৃষ্টি দানা ।
নদী গুলো সব বুক ফুলিয়ে
বইছে দুকূল ছাপিয়ে;
ভুলেছে আপন ঠিকানা।


ঘর-বাড়ি সব স্রোতের কাছে
একে একে তালিয়ে গেছে
চারিদিক হয়েছে জলময়।
ছোট্ট বাচ্চা থেকে বুড়ো
বাদ নেই আজ কারো
করছে আর্তনাদ সবার হৃদয়।


বুক ভরেছে হায়! দীর্ঘশ্বাসে
দু'চোখে উবু হয়ে আছে বসে
সব হারানোর কান্না!
একটু খাবার চাই- জল চাই
শুকনো পোশাক চাই
গলার চরে চেঁচায় তৃষ্ণা ।


ঘাড় গুঁজেছে কেউ উঁচু রাস্তায়
কেউবা স্কুল ঘরের বারান্দায়,
বিড়ম্বনার নেই সীমানা।
অসুখ-বিসুখ বাড়ছে সবার
পাত্তা নেই তবু সহযোগিতার
ত্রাণ নিয়েও টালবাহানা।


সঙ্গী হয়েছে যেন গহীন রাত
আলোদেরও নেই সাক্ষাৎ,
কান্নার সাথে চলছে তৃষ্ণার সন্ধি।
বাঁচার ভাষা হারিয়ে গেছে!
চারিপাশের জীবন হয়েছে
আজ জলের জেলখানায় বন্দি।


          *****