ও পাড়ার খগেন খুড়ো
লটারির টিকিট কেনার মতো বার বার
ফর্ম পূরণ করার পরও এখনো হাতে পেল না  
তাঁর রেশন কার্ড ।


এ পাড়ার নগেন চন্দ্র তিন ছেলে-মেয়ে নিয়ে
ত্রিপলের ঝুপড়ি করে কোনও রকমে মাথা গুঁজে,
অভাবের ফণায় লিখছে টিকে থাকার গল্প ।
তাঁর নাম এখনো নথিভুক্ত হল না―
বিপিএল তালিকায়।  


সে পাড়ার বীরেন বাগ । ভ্যান চালায় ।
স্ত্রী বিড়ি বাঁধে। গত বন্যায় ঘর-বাড়ি
ভেসে যাওয়ায় তাঁদের হৃদয়ে এখনো  
মাকড়ষার জালের মতো ফাঁদ বুনছে হতাশা ।
এখনো তাদেরও জুটলো না― 'ইন্দিরা আবাস' ।


অথচ কাকাবাবু, আপনার গঞ্জে গড়া বাড়িটি
রাজভবন না হলেও― তিনতলা ভবনটি বেশ সুরম্য ।
গাড়িটিও পালিশ করার মতোই ঝকঝকে।
তা সত্বেও জাদুকাঠির মতো আপনিই
হাতে পেয়ে গেলেন― বিপিএল কার্ড।
ইন্দিরা আবাসনের তালিকায় প্রথম নামটি উঠল
আপনার স্ত্রীরই।


ডি এল রায়ের কথা খুব মনে পড়ছে ―
সত্যি কাকাবাবু, কি বিচিত্র এই গণতান্ত্রিক দেশ !!


       *********


বিশেষ ধন্যবাদ- রণজিৎ মাইতি কবিদাদা কে।