আহা ! কাঁদছ কেন ?
বাচ্চা দুটোর বুকে গুলি লেগেছে
আর তো কিছু নয়।
প্রতিবাদ করলে
এমন একটু- আধটু হয় ।


আহা! দৌড়চ্ছ কেন ?
ওদিকে একটা-দুটো বোমা পড়েছে
আর তো কিছু নয় !  
আসলে ভোটের সময়
এমন একটু-আধটু হয় ।  


আহা! চিৎকার করছ কেন ?  
না হয় ব্রিজ ভেঙে পড়েছে  
সারানো হয়নি সঠিক সময় ।
তাই বলে কী রাস্তা অবরোধ  
মিটিং-মিছিল করতে হয় ?    


দ্যাখো, তুমি যাকে সন্ত্রাস বলছ
আসলে ওটাই গণতন্ত্র । ওটাই সাম্য ।
রক্তের উপর হাঁটতে শেখো রোজ-ই !
এ দেশে তো তারাই বাঁচে
যাঁরা হতে পারে পা চাঁটা কারিগর
কিংবা মুত্রভোজী ।