বর্ষায় বাড়ন্ত গাছের মতো তরতরিয়ে
আপনি দেশের উন্নতি চান ।
আহা,  সে তো― ২৪-ক্যারেট    
খাঁটি সোনার মতো ভালো কথা ।


ল্যাম্পপোস্টের উজ্জ্বল আলোর মতো  
আপনি দশের কল্যাণ চান ।
আহা, সেও তো― পূর্ণিমার শুভ্র  
চাঁদের মতো আলোকিত কথা ।  


নিষ্ঠাবান ব্যক্তির মতো দুর্নীতি- টুর্নীতি
আপনি একদম সহ্য করতে পারেন না ।
সত্যি! এর থেকে ভালো দিক
আর কী বা হতে পারে ।

তবে কাকাবাবু, আপনার এমন কথায়
মাঝে মাঝে সরষের ভেতর ভূত থাকার মতো
সন্দেহ হয় আমার,  
যখন দেখি―
আপনার টেবিলে জমা হওয়া ফাইল  
আইফেল টাওয়ারের সমকক্ষ হয়ে যায় ।  
আর আপনি অফিস আওয়ারে দিব্যি  
ফেসবুক হোয়াটসঅ্যাপে চিপকে আছেন।