১।
বড় বড় মলে, কফিসপে
কিংবা রেস্তোরায় গিয়ে
নিজের লেখা বই আদান-প্রদানের মুহূর্ত  
সেলফি বন্দি করার পর,  
সোশ্যাল মিডিয়ায় ঝুলানোর পর,
কিংবা শুভেচ্ছা বিনিময়ের পর ,
দেখা গেলো- তার বই-এর মলাটের মধ্য
যাদের জীবন আলেখ্য ভরাট ।  
তারা পাশ দিয়ে হেঁটে গেলে
তিনি রুমাল দিচ্ছেন নাকে ।  


২।
অনুষ্ঠান শুরু ।
সঞ্চালক মঞ্চ থেকে হাত
নেড়ে জানাচ্ছেন এবার সবাই চুপ করুন ।
নিজের জায়গায় বসুন ।
সেলফি তোলা বন্ধ করুন । প্লিজ ।
অথচ অদ্ভুত বিষয়-    
তাদের মধ্য কেউ কেউ খানিকবাদেই    
শৃঙ্খলা বোধের কবিতা পাঠ করবেন ।  


৩।
স্বরচিত কবিতা পাঠ শেষ ।
-এবার আসি বন্ধু,  
আবার পরে দেখা হবে ।
এমনি করেই
একের পর এক চলে যাচ্ছেন কবি ।  
শেষ বন্ধুটি  
কবিতা পাঠের সময় দেখল-
শুধু মাইকম্যান তার কবিতা শুনছে ।
একমনে । চুপচাপ ।