আশেপাশে সবাই থাকে যখন আসে ভালো সময়,
শুধু কষ্টের সময়গুলো একা একাই কাটাতে হয়।


খুশিগুলো তো ইচ্ছেখুশি; করে নেওয়া যায় ভাগ,
বুকের ব্যথা যখন বাড়ে জোটে কি আর অনুরাগ।


ঠোঁটের হাসি সবাই দেখে চোখের জল চেনে বালিশ,
জীবন নদীতে ক'জন আর ধরতে পারে সুখের ইলিশ।


যে মেয়েটা ছিল প্রাণচাঞ্চল আজ সে হয়েছে চুপচাপ,
কে আর বলো– পিঠ চাপড়ে ঘুম পাড়াবে মনখারাপ।


জোয়ারের গায়ে জ্যোৎস্না পড়ে আনন্দরা পায় আশ্রয়,
তবুও যে কষ্টের সময়গুলো একা একাই কাটাতে হয়।