যে আঙুল দিয়ে ও এতদিন ধরত কলম,
তা এক কোপেই কেটে নেওয়া হলো প্রথম।


যে হাত দিয়ে ও জ্বালাত প্রতিবাদী মশাল,  
তাও কাটা গেলো। রক্ত কৃষ্ণচূড়ার মতন লাল।

যে চোখ দিয়ে ও দেখত সমতার সুস্বপ্ন,
সে দু'চোখে ক্ষত! আর আলো ফুটবে না কখনো।

যে দেহের প্রতিটি শিরায় শিরায় বইত আগুন,  
তার ছাল তুলে; ঢেলে দেওয়া হলো এক বস্তা নুন।


যে গলা দিয়েই এতদিন বেরাতো তার উষ্ণ স্লোগান,
এখন ঘাড় আলাদা! করা হলো ধড়টাকেও খান খান।


তবুও তার যে হৃৎপিণ্ডটা কাটা পড়ে আছে,
তা সহস্র প্রতিবাদী মানুষের বুকের ভেতর বাঁচে।