ওভারব্রিজের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে আছে
ছেঁড়া জামা পরা বালকটা করুন দৃষ্টিতে ।

দ্বিতীয় সিঁড়িতে বসে আছে বাটি হাতে
সত্তরের বৃদ্ধাটা হতাশা বুকে চেপে ।    


তৃতীয় সিঁড়িতে লাঠি হাতে গামছা পেতে
বসে আছে পঙ্গু লোকটা কান্না লুকিয়ে।


অথচ আমরা পাশ কাটিয়ে
             চলে যাই যে যার গন্তব্যে ...  


ওরা বাঁধা থাকে আজও ব্যথার কিনারায়
      অভাবের খুঁটোয় ।