তোমার ব্যস্ততারা আজ বিশ্রামে যাক
অবসর চেনাক রঙিন কল্পনাদের বাড়ি।
মনের দ্বিধা-দ্বন্দ্বগুলোও দূরেই থাক 
চলো অনুভবে দিই স্বপ্নের দেশে পাড়ি।


বৃষ্টিরা এখন বুকে ব্যাকুলতা বাড়ায়
বাড়ায় তোমার প্রতি মনের যত টান।
বাস্তবতা যদিও প্রাচীরের মতো দাঁড়ায়
তবুও কল্পনায় ঘুঁচে যায় সব ব্যবধান।


এ হাতের উপর তোমার হাতটি রাখো
ক্লান্ত হলে রেখো মাথা বুকের উপর।
পারলে তুমিও ভালোবাসাকে কাছে ডাকো
ইচ্ছে মতন হোক না অস্ফুট উষ্ণ আদর।


সব ব্যথার বরফ জল হোক গলে
জমাট কথারা বেরিয়ে আসুক ভয়হীন।
সম্পর্ক বাঁচুক শুধুই বিশ্বাস আগলে 
দুটি মন থাকুক বাঁধনহারা চির-স্বাধীন।