সাম্যবাদের সবুজ ঘাসের উপর
শিশির হয়ে জড়িয়ে আছেন 'কাল মার্ক্স ।'
সমাজতন্ত্রের দোফসলি জমিতে  
সবে মাত্র ঘুমিয়েছেন 'কাস্ত্রো । '
নারীবাদ এর ভেতর কী  
একাই হেঁটে বেড়াবে 'চার্লস ফুরিয়ে।'
অধিকার আদায়ের তরে আর কতকাল
উঁচিয়ে থাকবে 'ক্লারা জেটকিনের' অস্ত্র।


এ সব কথার ভাঁড় না হয় ভেঙেই দিলাম!  
প্রগতির আঙুল ধরে আজ  
দ্রুত গতিতে হাঁটতে শিখছে বিজ্ঞান;  
প্রযুক্তির প্রসবিত আলোক চূর্ণে
আলোকিত হচ্ছে জীবনের উঠোন।
            তবু
আমাদেরই সমাজ সায়রে কেনও জড়িয়ে রাখা হয়
কুসংস্কারের ফাঁস জালে নারীদের প্রাণ ?
অনাধিকারের যুপকাষ্টে বলি দেওয়া হয়
তাদের বাক - স্বাধীনতার হরিণকে।
নারীর ভেতরেও তো হাজার সূর্য আছে
আছে জ্বালামুখীর উত্তাপ।
হে পুরুষ, তুমি কি শুধুই শরীর খোঁজো !
নারীর কোমল অন্তরে দেখলে না পাপড়ি মেলা
একটা প্রস্ফুটিত গোলাপ।