চারিপাশে আজ কুয়াশার ঝাঁক!
রাত্রি প্রসব করছে শীতলতা।  
চাঁদের কৌটোয় এখনো বন্দি !    
তোমায় না বলা হাজারও কথা।  


গাছে গাছে আজ জোনাকি মিছিল  
হাওয়ারা হাঁটছে উদম গায়ে,  
তোমায় ছুঁতে না পারা ইচ্ছে গুলো  
এখনো বয় বরফ ঢাকা নদী হয়ে।  


পাতায় পাতায় আজ আলোর আদর
মেঘদের সিঁড়ি বেয়ে নামছে জ্যোৎস্না,  
সবুজ মাটির বুক খুঁড়ে খুঁড়ে দ্যাখো;  
এখনো লেখা তোমার নাম-ঠিকানা ।  


ঢেউ-এ ঢেউ-এ আজ স্মৃতির সফেন
বালুচর জুড়ে জ্বলছে ব্যথার আঁচ ।
আজও তবু একটাই শুভকামনা-  
তোমারই পথে ছড়ানো থাকুক ফুল    
আমার পথে শুধুই ভাঙা কাঁচ।