একটা লাল গোলাপ।
প্রস্ফুটিত হলো যেদিন  
সেদিন একটি কালো ভ্রমরের সাথে
তার হলো আলাপ।
এরপর ধীরে ধীরে যখন
বাড়লো তাদের আলাপের উত্তাপ,
তারা একসাথেই সুখের সফেন মেখে
দিলো ভালবাসার সাগরে ঝাঁপ।
আর একদিন কালো ভ্রমরটি রাখলো  
গোলাপের যৌবন পাপড়িতে
স্বপ্নের কালিতে প্রতিশ্রুতির স্বাক্ষর।
-পাশে থাকবে
-কাছে থাকবে
-হাত ধরে দুজনেই পেরিয়ে যাবে  
এ জীবন পথেরও শেষ ধাপ।  


কিন্তু আজ সে ভ্রমর মধু খেয়ে;  
প্রতিশ্রুতির পেটে ছুরি চালিয়ে
উড়ে গেছে, অন্য কোনো ফুলের অন্বেষণে
অন্য কোনো ঠিকানায় চুপচাপ।  
  
       রেখে গেছে শুধু
গোলাপের যোনি পথে একটা লালসার ছাপ।  


           ***********