তুমি দূরে গেলে
এ হৃদয়ের উত্তাপ কমতে কমতে শূন্য ডিগ্রী ।
ঘিরে ধরে অস্বস্তির কনকনে শীত,  
বুকের চারিপাশ ঢেকে যায়
বিষণ্ণতার বরফে।
আমি তখন তোমার পথ চেয়ে
তাকিয়ে থাকি
মাটির পুতুলের মতো স্থির দৃষ্টিতে।  


তুমি কাছে এলে
সব বিষণ্ণতার বরফ এক নিমেষে
গলে গিয়ে হয়ে যায় খুশির ঝর্ণাধারা,  
মনের সমতলে একলা দাঁড়িয়ে থাকা  
ভালবাসার সবুজ গাছটা
আবারও ডালপালা মেলে ধরে।  
ফোটায় রঙিন সুখের নতুন কুঁড়ি।  
উড়তে থাকে শত শত স্বপ্নের প্রজাপতি।


মাঝে মাঝে মনে হয়―
তোমার ভেতর অদ্ভুত একটা
ম্যাজিক আছে।