রোদের শিরদাঁড়ায় বাঁক ধরলে
ধানের শিষের সাথে হাওয়াদের গল্প জমে ওঠে।
কৃষাণ-কৃষাণী আল ধরে বাড়ি ফিরে
কারো মাথায় ধানের বোঝা।
কারো বা হাতে কাস্তে।

সাদা বকেরা উইচিংড়া ধরে
সদ্য কেটে যাওয়া ধানের উপর ।
মেঠো ইঁদুরেরা অপেক্ষা করে সন্ধ্যার কুঁড়ি
প্রস্ফুটিত হবার।
খুঁটে নিতে ছড়ানো শস্যদানা ।


কৃষাণদের মতো এই তো মরশুম
মজুত করে নিতে ওদেরও সারা বছরের রসদ।