নদীর পাড়ে ভাঙন খেলা; শেকড় করে তা প্রতিরোধ!    
চারিপাশে আজ নগ্নতার মেলা, বিপন্ন হচ্ছে মূল্যবোধ।  


ন্যায়ের শরীরে নখের আঁচড়! নিষ্ঠার ভাঙছে শিরদাঁড়া  
দুর্নীতিরই দুরন্ত ঝড়; দাপিয়ে বেড়ায় এ শহর-পাড়া।  


পয়সা দিলে চাকরি মেলে, মেধাবীর হয় মাথা ছাঁটা    
মূর্খ গুলো ফুল হয়ে যায়। আর ভালো গুলো কাঁটা।  


সঠিক মূল্য পায় কি চাষি? যখনই ফসল ফলে অধিক?    
ওদের বঞ্চিত রেখে কেউ আজও লুটে নেয় মুনাফা ঠিক।  


বাজার জুড়ে ভেজাল ওষুধ; সত্যের বুকে মিথ্যার কোপ,
আর্তনাদ যখন কানেতে আসে, হাওয়ায় ভাসে- 'চোপ!!'  


রক্ত-চাদরে ঘুমায় শিশু; চলছে প্রমাণ লোপাটে খুন,
গণতন্ত্রকে গনধর্ষণ ! জ্বলছে হিংসার আগুন।  


স্বার্থ-বাদের লাটাই থেকে উড়ছে আজ প্রতারণার ঘুড়ি  
মনুষ্যত্বের মাথা ফাটিয়ে শান্তির মানিক হচ্ছে চুরি।  


এভাবে কি চলে যাবে তবে; মুখেতে তর্জনী রেখে দিন?  
সুখের পাখি আর কখনো পাবে না কি বুকের সাকিন ?  


ভীতির নাম আঁধার জানি ! সাহসের নাম খাঁ খাঁ রোদ !
জাগুক প্রতিবাদ। ঐক্যবাদ । প্রাণ খুঁজে পাক মূল্যবোধ।


                


    
                   ***০****