নাম জেনেছি শুধু তার ;
ঠিকানাটা হয়নি জানা
রূপকথারই যে মেয়েটির      
আছে অদৃশ্য দুটি ডানা।    


চোখেতে তার চোখ রেখেছি  
আর ছুঁড়েছি প্রেমের দৃষ্টি,          
ইচ্ছেরা হয় অঙ্কুরিত
ঝরে ভালবাসার বৃষ্টি।  


হাসিতে তার ফাগুন আছে  
কণ্ঠে বাঁচে সুরের কোকিল ,  
ঠোঁটের উপর উষ্ণ উত্তাপ  
গভীরতা মাপা বড়ই মুশকিল।


স্পর্শতায় তার জাদু আছে
অন্ধকার হয় আলোকিত  
রঙিন স্বপ্নের হাত ধরে সে  
হৃদয় জমিন করে অধিকৃত ।