নিজেদের মৃত্যুকে আমরা নিজেরাই ডাকি
গাছেরা সকল ব্যথা সয়ে হয়ে থাকে চুপ,  
চারিপাশের এলাকা জুড়ে কংক্রিটের দখল    
দাঁড়িয়ে থাকা গাছ গুলোকে করছে বিদ্রূপ।  

নিজেদের মৃত্যুকে আমরা নিজেরাই ডাকি
বাতাসে মেশাচ্ছি ধূলিকণা ধোঁয়া ও কার্বন,    
জমাট বরফ গলে আজ  হচ্ছে জলস্ফীতি  
পরিবেশ প্রসব করছে  বিশ্ব উষ্ণায়ন।  

নিজেদের মৃত্যুকে আমরা নিজেরাই ডাকি
সরাচ্ছি মাটির বুক থেকে সবুজ চাদর,
অজ্ঞতার আঁধারে ডুবছে আসল সম্পদ  
জাগে নি সুচেতনার আলো বুকের ভেতর।  


নিজেদের মৃত্যুকে আমরা নিজেরাই ডাকি
পৃথিবী খুঁড়ে আকাশ ফুঁড়ে হচ্ছে ইমারত,
প্রগতির পায়ে পৃষ্ট হয় যদি এ প্রকৃতি
কেমন করে ছুটবে বলো সুখেরই রথ?

তবুও বাঁচার বীজমন্ত্র থাকুক এ মনে  
তবুও আশার নব আলো রেখে দু'নয়নে
একসাথে সচেতন হই বৃক্ষরোপণে।  


            
    *********