চোখে অশ্রু ভরা সমুদ্র ;
মনে দাবানলে পোড়া সবুজের মতো যন্ত্রণা,  
বুকে হিমালয়ের ওজনের মতো
ভারী কষ্টের কংকৃট,
এমন কী প্রাণে -
চাঁদ গিলে খাওয়া অমানিশার রাত।
সব কিছুই ভেতর রেখে-  
আমি অনায়াসে হেঁটে পেরিয়ে যাই
এক একটা উত্তপ্ত মরুভূমি।
তোমার জন্য
শুধু তোমার জন্য।


তোমার ভালবাসায় স্পর্শতায়
নতুন প্রাণ পাবো বলে।  


       *********