যে গাছটা ফুল দিলো ফল দিলো
করলো আপন স্নেহের ছায়ায় ঋদ্ধ,  
তারাই আজ অবহেলিত অসংরক্ষিত
তারাই আজকে প্রবীণ বৃদ্ধা ও বৃদ্ধ।


যে আকাশটা চাঁদ ফোটালো তারা ফোটালো
দেখালো রঙিন আলোর শত শত রূপ,
তাদের দিকে আমরা ছুড়ে দিচ্ছি মেঘ
নেভাচ্ছি ভালোবাসার প্রদীপ ও ধুপ।


যে নদীটা জীবন স্রোতে ভাসতে শেখালো
বুঝতে শেখালো এগিয়ে চলার ভাষা।
তাদেরই শেষ ঠিকানা কি হবে বৃদ্ধাশ্রম ?
দু'চোখের নিচে ঝুলবে কি গহীন নিরাশা ?  


যে পথটা হেঁটে গেছে সময়ের সাক্ষী হয়ে
রোদ বৃষ্টি জলে অনেকটা দূরে,
ভেবে কী দেখি সে পথ কতটা ক্ষত নিয়ে
নতুন পথিককে কেমন আপন করে।


যে মাটিটা ফসল ফলায়, বসত গড়ে
তার কি  কখনো হয় ঋণ পরিশোধ ?
তবু আমরা সে মাটিকে ছেড়ে দূরে পালাই,
অনৈতিকতার খাঁচায় বন্দি রাখি বিবেকবোধ।


প্রবীণ মানে তো- লক্ষ অভিজ্ঞতার অভিধান
তাদের থেকে এসো শিখে নিই বাঁচার শব্দ,  
অবহেলা নয় । আমাদের ভালবাসার জলে
স্নান করুক যত প্রবীণ বৃদ্ধা ও বৃদ্ধ।


        ************