অনেক তো হলো ঘেউ ঘেউ; সাদা ঘেউ ঘেউ এর দল  
আরো কী বাকি আছে নতুন করে কথার ভাঁজে
কথার আগাছা রোপণ করতে?
আমাদের চৌদ্দ পুরুষ তো কেটে গেলো  
গামছা কাঁধে ফেলে।  
কই তালি মারা জামাটা তো সেই তালি মারাই রইলো,
গামছাতে ঘাম মুছে সেই তো দিনের সূর্য কে বিদায় দিলাম।
আমাদের তাতে কোন কষ্ট নেই।
বরং কষ্ট  সে জামাতে যখন নিষ্ঠুর ভাবে আরো নখ দিয়ে    
চিরে তোমরা বলো  ''পরিবর্তনের হাওয়া বইছে যে তাই
প্রবেশ করবার রাস্তা করে দিলাম, প্রাণ খুলে হাওয়া খাও'' ।


আচ্ছা সাদা ঘেউ ঘেউ
আমাদের তো বেশি কিছু চাই না।
শুধু এই আস্তাকুঁড়ের পাশে একটু নিশ্চিন্তে বাস করতে চাই,  
আমাদেরই হাড় গুঁড়ো করে খাটা প্রাপ্য মজুরীটা নিয়ে...    
আর নিজেদের ছিপি খোলা ঘরে সারা দিনের পর
নিজের ক্লান্ত দেহটা মাটিতে পেতে নিশ্চিন্তে চোখের দুটো পাতা
ফেলতে চাই এক মুঠো ডাল মাখা হলুদ ভাতে পেট ভিজিয়ে।  


তোমরা কি সেটাও দেবে না?


আমাদের জানা হয়ে গেছে
তোমাদের বাহিরের মিস্টি প্রলাপ, লেজ নাড়া    
আর ভেতরে ভেতরে ছুরি শানানোর স্ফুলিঙ্গের কথা,
তাই আমরা গলছি না আর তোমাদের নরম কথার পাটালি স্বাদে ...
ও কথা আগের ঘেউ ঘেউরাও বলেছিলো  
'ভালো করবো ভালো করবো;
এক সাথে শান্তিতে থাকবো'  
-দু চারটেকে ওই তো চেনা যাচ্ছে এখনো তোমাদের দলে ভিড়েছে।
  
যারা সারাদিন মিঠে শব্দের গঙ্গা জল ছড়ায়
আর রাতে জোর করে কুমারী মাংসে দাঁত শানায়
    তারা নিশ্চয় আমাদের কল্যাণ এর জন্য নয়।  


এই তো......  আবার চোখ রক্ত লাল করে ফেললেন!  
      ভিতরে জ্বলন শুরু হলো বুঝি!  
জানি রোদে পোড়া পাথর দের কথা বলতে নেই!
তবে ভুলে যেও না পাথরে জোরে পাথর ঠুকলে
   সে জ্বলে উঠবেই প্রতিবাদী চকমকি হয়ে।  
  


                    *****