আজ দেশের সব পাখিদের রাজা মন্ত্রী নির্বাচনের দিন
    কে রাজা হবে কে মন্ত্রী হবে কাক,বাজ, ঈগল না চিল
                   জমজমাট লড়াই
        ডানায় ডানায় তাই তাদের ব্যস্ততার জানজট।  
কাক,ঈগল বাজরা যে যার ভাড়ায় করেছে কিছু কিছু শকুনদের  
           তাদের উগ্র ক্ষমতা দেখিয়ে ক্ষমতা পাবার জন্য।
                      ওই তো
সারি বদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে  তীক্ষ্ণ দৃষ্টিতে লম্বা ঠোঁট ওয়ালা
শকুনের দল ছদ্মবেশে;  অন্য পাখিদের অধিকারের শরীর    
ঠোকরাবে বলে। ভয় দেখিয়ে টুনটুনি, শালিক, পায়রা, টিয়া,
বক, কাঠঠোকরা, দোয়েল'দের  তাড়াবে বলে,
          তাদের সব অধিকার হস্তক্ষেপ করবে বলে।  


                বেলা বাড়ছে...
       শকুনদের নখ ছটপট করছে অস্থিরতায়  
কাল রাতের কাকদের বাজদের সাথে গোপন বৈঠকের কথা
               মনে পড়লো যে।
  এবার হামলার সময় ... আক্রমণের সময়!  
ছো মেরে কয়েকটা নিরীহ কোকিল, বুলবুলি, বাবুই এর শরীরে
                আঁচড় টানলও তারা;
       তাজা তাজা রক্তে ভেজালো মাটি গলগল করে...    
        চারিদিকে ভয়ার্ত কিচিরমিচির
     যে যার যে দিকে খুশি পালাতে লাগলো...  
দুচারটে ধনেশ, ঘুঘু, মৌটুসি, ময়না, ডাহুক সহ  চন্দনা চাতকদের
বউ প্রতিবাদে মুখর হলো-  এ কেমন অরাজকতা?
                                        এ কেমন নোংরামি ?


তারাও রেহাই পেলো না অবশেষে; তাদের নরম শরীরও আঁচড় খেল
             ভাড়াতে শকুনদের ক্ষিপ্র নখে লম্বা ঠোঁটে ।      


    হায়রে কালো পাহারাদার ফিঙে পাখি তুমি কী  চুপ থাকবে?
               তুমি কী পারবে না
এ শকুনদের থেকে অন্য পাখিদের অধিকার রক্ষা করতে?  
            শান্তি পূর্ণতায় তাদের নিজস্ব অধিকার ফিরিয়ে দিতে?  


            *******