এমন করে পলকহীন ভাবে চেয়ে দেখো না তুমি
আমার মন যে এখন বড়ই উন্মত্ত যৌবন ভরা সুনামি,      
যে কোন মুহূর্তে  ভাসিয়ে দিতে পারে উষ্ণ প্রেমের উচ্ছাসে  
                             তোমার ঐ শরীরের সব পাহাড় সমভূমি।  


এমন করে মোহিনী চোখে ইশারা করো না তুমি
আমার হৃদয় যে এখন বড়ই সুখের ব্যকুলতায় অসংযমী,      
যে কোন মুহূর্তে পতঙ্গের মতো তোমার ঐ রূপের আগুনে  
                            ঝাঁপ দিয়ে নিজেকে পুড়িয়ে ফেলবো আমি।

এমন করে মিষ্টি হাসির ছলে আবেগী করো না তুমি  
বুকের পিরামিডে জেগে যাবে যত লেলিহান কামনার মমি,
যে কোন মুহূর্তে তোমারই হাসির উজানে তারা ভেসে গিয়ে  
                              দুটি ঠোঁটের সাথে করে ফেলবে পাগলামি।

এমন করে দু হাত বাড়িয়ে ছুঁতে চেয়ো না তুমি  
আমার অন্তরের প্রান্তরে স্বপ্নের বৃষ্টি ঝরাচ্ছে সুখের মৌসুমী,    
যে কোন মুহূর্তে তোমায় অপাদমস্তক ভিজিয়ে দিয়ে, তোমারই    
                      প্রেমের দেশে যাওয়ার তরে হয়ে যাবো অনুগামী।    


এমন করে খুব কাছে আসতে যেয়ো না তুমি    
আমার শরীর যে এখন বড়ই বেসামাল চৌম্বকধর্মী,    
যে কোন মুহূর্তে সমূহ বিপদ হতে পারে, তাই দূরত্ব রেখো    
                      এখন করতে যেয়ো না একটুও আনকোরা দুস্টুমি।      


এমন করে মান করতেই পরো তবুও তা করো না তুমি,  
আমার দেওয়া যে জিনিস'টা হবে তোমার সব থেকে দামী,  
সেই সামাজিক লাল টীকা'টি যে এখনো তোমার সিঁথিতে পড়েনি  
                            তাই একটু সবুর করো গো ও সবুজ মেয়ে তুমি।          



                                    ******