দু চোখের অপেক্ষা গুলোকে চেটে চেটে খাচ্ছে বিকেলের নেতিয়ে পড়া রৌদ্দুর,
তবু এখনো তোমার দেখা নেই সবুজ মেয়ে। অভিসারে আমি আজ বাওবাব
গাছের মতন বুকের ভেতর এক রাশ আশার জল নিয়ে একলা দাঁড়িয়ে আছি।
লাল ফড়িং-এর চোখের চঞ্চলতা নিয়ে তোমার ভাবনায় ডুবছে টালমাটাল মন।
কথা ছিল তুমি আসবে আজ রূপনারায়ণ নদীর পাড়ে কৃষ্ণচূড়া গাছটার তলে,
আমি বলবো 'আমার মনের জোছনার জলে ভেজা উজ্জ্বল তরল কথা।' আর
বসে পরস্পরের কাঁধের উপর হাত রেখে অতীতের সব কষ্টের দিন গুলো
থেকে অভিজ্ঞতা ছেঁকে নিয়ে ভাসিয়ে দেবো নদীর জলে সব  দুঃখ কষ্ট । সে
অভিজ্ঞতার আলো দিয়ে ভাঙবো আগামীর আঁধার। গড়বো স্বপ্নের তারা বিছিয়ে
নতুন জীবনের প্রেমের পথ, তোমার আমার ভাব বিনিময়ের আলাপনে। কথা
ছিলো হৃদয়ের পাড় ছুঁয়ে চলা, লেবু পাতা রঙের ইচ্ছেরা আজ সাঁতার দেবে
তোমারই প্রশয়ের ছোট্ট সংকেতে। কিন্তু আজ তোমার দেখা নেই সবুজ মেয়ে।


দূরে বাঁশি বাজিয়ে একটুকরো সবুজ কাপড় নেড়ে খেয়া ঘাটের আধিকারিক  
তাড়িয়ে দিচ্ছে এপারের বিকেলের খেয়াকে,নদীর জলের তরঙ্গে বৃদ্ধ রোদ এখন  
শেষ হাসি হেসে ঘুমিয়ে পড়ছে মেঘেদের পিঠে, বাতাসে সাঁতরানো পাখি গুলো
ফিরছে তাদের বাসায়, তাদের ঠোঁটে যেন দিনের কাজ সমাপনের গানের ক্ষণিক
নীরবতা, ডানায় ক্লান্তি। তবু এখনো তোমার দেখা নেই সবুজ মেয়ে। কথা ছিলো
সাজাবো আজ তোমায় মনের সুখে প্রকৃতির সব সুখের উপাদান দিয়ে। তুমি হবে  
শান্ত বিকেল আমি আঁচড়ে দেবো নারিকেল পাতার চিরুনি'তে তোমার এলো চুল।  
আর বসিয়ে দেবো তোমার কবরীতে লাল পলাশ। তোমার  ললিত গাল বেয়ে
সবুজ বনানীর ক্যানভাস পাবে পূর্ণতা, তুমি ফুটে উঠবে নতুন অবয়বে।কথা ছিলো
তোমার কবিতার খাতায় রোপিত রঙিন শব্দের ছায়ায় আমার মনের অনুভব পাবে
অপার শীতল মুগ্ধতা,  আর এক সাথে আমাদের টান টান চামড়ায় জড়িয়ে নেবো
যৌবন সুখের রঙিন বসন্ত। কিন্তু আজ এখনো তোমার দেখা নেই সবুজ মেয়ে।


            
                                    *****