নজরুল আজও বেঁচে আছেন
মানবতায়, প্রেমে, প্রজ্ঞায় সাম্যের আলোক দ্যোতনায়, চেতনার  
রক্ততঞ্চনে।  ফুটপাতে বেওয়ারিশ কুকুরের পাশে ঘুমিয়ে পড়ে
থাকা কুলি মজুর মোটে'দের ক্ষুধার্ত বুকের কম্পনে, বোবা মাটি
ঠোকরে খাওয়া নিম্ন অসহায় মানুষ গুলোর কোদাল শাবলের পাশে,
রোদে পোড়া কৃষকের লাঙলে ফলায়। হিংস্র সাম্রাজ্য লোলুপ'দের  
প্রতি বিদ্রোহী মশালের লাল বহ্নি কেতনের ভেতর, যত বিক্ষোভের  
শ্লোগানের প্রথম উচ্চারণে। প্রতিবাদী সংগ্রামীদের তাজা রক্তে ভেজা
পথের প্রতিটি ধূলিকণায়। বাতাসে ভাসা শ্রমিকের ঘামের গন্ধে।            


                   নজরুল আজও বেঁচে আছেন
আঁশটে শুকনো মাছের গন্ধে ভরা জেলে'দের ঘিঞ্জি বস্তিতে, ছিপি
খোলা ঘরের ভাঙা চালায়, অভাবের থালায়, বেদনার ধূসর বালুচরে
কান্নার সীমানায়, দারিদ্র্যতার মলিন ছেঁড়া পোশাকে। ঘুণ ধরা সমাজের  
হাড়ের ময়দানে নতুন প্রাণ সঞ্চারণের দীপ্তিতে। গৃহ হারা যত পথিক-  
এর পথের মাঝে তৃষ্ণার জলে। জীর্ণ জাতির মজ্জায় মজ্জায় চির মুক্তির
বীজমন্ত্রে। চিরাচরিত অত্যাচার সয়ে যাওয়া নিপীড়িত'দের ভীরুতার
খোলক ভেঙে বেরিয়ে আসা নতুন স্বপ্নের অঙ্কুরে। মাঝি-মোল্লাদের নদীর
বুকে দাঁড় ফুঁড়ে ফুঁড়ে চলা তরঙ্গের ছন্দে ছন্দে ক্লান্তি ভোলা গানেতে।    


                  নজরুল আজও বেঁচে আছেন
অগ্রদূত তারুণ্যের দুর্নিবার ঝড় তুফান সাইক্লোনের গতিতে, তারুণ্য  
যৌবন বীজের অঙ্কুরোদগমে, ছিঁড়ে ফুঁড়ে বট বৃক্ষ হয়ে ওঠার প্রেরণায়,
সাহসিকতায়।  সন্ত্রাসবাদীদের শাসনের লালাতে আটকে থাকা, নিজস্ব  
অধিকার ছিনিয়ে আনার তপ্ত বালি, পাথর, বিছানো পথের ভরসাতে।  
শ্রমজীবীদের রক্ত- ঘামে- কান্নায়। ভুখা মিছিলের গর্জনে। অন্যায়-
অত্যাচার,  শাসন-শোষণ,  সাম্প্রদায়িক  বিভেদ বৈষম্য,  অবিচার,
উৎপীড়নের বিরুদ্ধে লড়াই এর জন্য সমস্ত ভয় আশঙ্কা মুছে ফেলার
উদাত্ত আহ্বানে। সমস্ত প্রতিবন্ধকতার মাটি ভেদ করবার শিকড়ে।        


                   নজরুল আজও বেঁচে আছেন
স্বপ্ন ভেঙে জেগে ওঠা নিশুতি রাতে প্রিয়ার কান্না ছেঁচা দুটি চোখের
অপেক্ষাতে। চপল মেয়ের চিকণ ভালবাসায়, কাঁকন চুড়ির আওয়াজে।  
প্রকৃতির সখ্যতায়, নার্গিস ফুলে, ঝিঙে ফুলে, শ্রাবণের প্রথম বৃষ্টির
ফোঁটায়, মেঘের ফাঁকে তারায় তারায়। উদাস বাউলের একতারায়,
মেঠো বাঁশির সম্মোহনে, শিশুর ঘুম পাড়ানি গানে, সরল কৌতূহলে
উল্লাসে, ঝুমকো লতার জোনাকি'তে, চাঁদের জোছনা সফেনের গন্ধে।
ভোরের পাখির প্রথম কূজনে। প্রভাতের নবারুণ দীপ্তির সানাই'য়ে,
সূর্যোদয় সূর্যাস্তের স্থায়ী, অন্তরা, সঞ্চারীতে। নয়ন দৃষ্টির বর্ণমালাতে।        


                                 *****