খোলা জানালায় বিকেল গড়ায়
             দৃষ্টি হাঁটে ঐ সুদূরের নীল আকাশে,  
মনের চারিপাশে ভাবনারা আসে
             এলোমেলো দলছাড়া দমকা বাতাসে।


মেঘেদের কোষে রোদ্দুর হাসে
              ডাকে আজ অন্য রঙিন ইশারায়,  
গাছের পাতা দুলিয়ে মাথা
             কতো কিছুই যেনো বলতে চায়।


উদাসী ডানায় অচিন সীমানায়
             উড়িয়েছি মনের সকল দুষ্টু ইচ্ছেকে,  
নতুন করে বুকের ভেতরে
              জাগিয়েছি কত ছোট ছোট খুশিকে।  


করছে মন তোমারি অন্বেষণ
            কখন তুমি ভাঙবে অপেক্ষার নীরবতা,    
রঙিন উচ্ছ্বাসে প্রেম মিশিয়ে  
          নতুন করে লিখবো আবার আমি কবিতা।  



                     *****