অসহায়ত্বের সংশোধনাগারে বন্দী হয়ে
হতাশার কম্বল গায়ে জড়িয়ে বিপন্নতার বিছানায়  
ঢলে পড়ছে আজ শুভ-চৈতন্য বোধ।
দু'চোখের কাঁচ ভেদ করে আজ না চাইতেও  
বেপরোয়া ভাবে মনে ঢুকে পড়ছে নগ্নতা ।
সচেতনতার প্রহরীকে পরাস্ত করে
সন্ত্রাসবাদীদের মতো তারা যেন দখল নিচ্ছে  
এক এক করে হৃদয়ের সব কটি শান্ত এলাকা।  
স্বপ্ন-আশা-লক্ষ্য-প্রতিজ্ঞাদের ঘর বাড়ি পুড়িয়ে  
জন্ম দিচ্ছে যেন আমারই ভেতর
এক একটা ভাগাড়ের।  
যে ভাগাড়ে আর কেউ নয় আশ্রয় নিচ্ছে
দলে দলে হিংসা -ক্রোধ -ষড়যন্ত্র।
যে ভাগাড় থেকে নিশ্বাসের সাথে বেরিয়ে
আসছে কখনো বা ঘোলাটে ঘৃণার দুর্গন্ধ ।  


তবুও আমার সচেতনতা,
বিবেকের সাথে হাত মিলিয়ে
আপ্রাণ লড়াই করে গভীর রাত পর্যন্ত।  
এক একটা ভাগাড় সাফ করবার তরে,  
শুভ বোধকে তার সুস্থতা ফিরিয়ে দেবার তরে ।
কেননা সে জানে এ ভাগাড় সাফ না হলে
নিজের উত্তরণ, ভালোবাসার উন্মেষণ
হবে না কোনদিন ।  


আচ্ছা তোমারও হৃদয়ে কি এমন
ছোট খাটো দু-একটা ভাগাড় আছে ?
খুঁজে দেখো তো !!  

  
            **************