ওদের ঘরেতে আজ চক্রান্তের চাঁদ!  
আছে অসহিষ্ণুতার শক্ত নীল ফাঁদ।
তুমি কি সে ফাঁদে ফড়িং এর মতন  
চিরকাল শুধু আটকে থাকবে?    
একটুও কি করবে না  প্রতিবাদ ?

ওদের জিভেতে আজ রক্তেরই স্বাদ!      
আছে তপ্ত হিংসা আছে স্বার্থবাদ।    
তুমি কি সে হিংসার নৃশংস বলি হয়ে
বারবার মৃত্যুকে বরণ করেই যাবে ?    
একটুও কি করবে না প্রতিবাদ ?


ওদের চোখেতে আজ জুগুপ্সারা নির্বাধ!  
লোলুপতারাও হয়েছে উন্মাদ।    
তুমি কি লোলুপতার সেই শক্ত পায়ে
অসহায় ভাবে শুধুই দলিত হবে?    
একটুও কি করবে না প্রতিবাদ ?
  
ওদের মনেতে আজ উন্মত্ত আগ্রাসী সাধ!  
করছে সব ভালো সৃষ্টির উৎসাদ ।  
তুমি কি দ্বিধা-বোধের কুলোর উপর শুয়ে  
এখনো ভীরুতারই  ঝুমঝুমি বাজাবে ?  
একটুও কি করবে না প্রতিবাদ ?


যতই থাক ওদের ক্ষমতারই উন্নাদ,  
আজ আমাদের  হতে হবে ইত্তেহাদ।            
ভীরুতার জলে ডুবে আর মৃত্যু নয়।    
এসো এক সাথে সমতার স্বাদ পেতে  
ওদের বিরুদ্ধে করি উষ্ণ প্রতিবাদ।  


               **A***