মাথার উপর মৃত্যুর দূত ঈগল !
পায়ের নিচে সহস্র কাঁটার জঙ্গল।    
ডানে গভীর গিরিখাত
বামে বিছানো চোরাবালি ।
পেছনে ক্ষুধার্ত হিংস্র হায়না
আর সামনে গনগনে জ্যান্ত আগুন
জ্বালিয়ে দিয়ে, রেখে দিয়ে;  
তোমরা হয়তো মনে মনে ভাবছো  
এবার ভুখা পেটে গুলো খুব জব্দ হবে!
দেখি শালারা এবার কোন দিকে পালাতে পারে।

তাহলে জেনে রেখো  
ভুখা পেটে কোনো দিকেই পালাবে না আর।  
নির্দ্বিধায় নির্ভয়ে হেঁটে যাবে ঐ আগুন মাড়িয়ে  
সামনেরই দিকে,
তোমাদের অভিমুখে লড়াইয়ের তরে।  
কেননা তারা দীর্ঘদিন তোমাদের বঞ্চনার  
লাথি বুকে নিয়ে, অপমানের চাবুক পিঠে নিয়ে
আজ হয়ে গেছে এক একটা আগুনের গোলা।


যতই শক্ত নিরাপত্তার বলয়ে ঘিরে রাখো
তোমরা তোমাদের ঘাঁটি,
এবার ঠিক বিস্ফোরণ ঘটবেই ঘটবে।  


        *************