হাঁস ধরা প্রতিযোগিতা চলছে দেশ জুড়ে।


একটাই হাঁস!
তবে কে পাবে কারুরই জানা নেই ।
পিঠে উচ্চ ডিগ্রির লেবেল লেপটানো  
আঠারো থেকে চল্লিশের হাজার হাজার প্রতিযোগী,  
আয়োজক কমিটির নির্দেশ মতো
নামও নথিভুক্ত করেছে নির্দিষ্ট বয়ানে।  
বুদ্ধিমত্তা দিয়ে,
পরিশ্রম দিয়ে,
মেধা দিয়ে সবাই চায় হাঁসটাকে ধরতে।    
নিজের স্বপ্নটাকে পূর্ণতার জোছনায় ভেজাতে।


শুরু হল অক্লান্ত প্রস্তুতি পর্ব
একাগ্র মনঃসংযোগ পর্ব ।  
সাফল্য পেতে যে যার নিজের মতো নিজেকে
তিলেতিলে গড়ে তুলছে।
পারদর্শী করে তুলেছে
যোগ্য প্রতিযোগীর প্রমাণ দিতে।


কিন্তু প্রতিযোগিতায় যখন এই যোগ্য প্রতিযোগীরা  
কর্মশালার পুকুরের মাঝে রাখা হাঁসটাকে
নিজের শেষ প্রচেষ্টা দিয়ে ধরতে নামে,
তারা ব্যর্থ হয়!!
ব্যর্থ হয় আজ শুধু আয়োজক কমিটির শঠতায়।  


অগ্রিম নির্বাচিত অযোগ্য প্রতিযোগীরাই
এক-দোতলা গান্ধী মার্কা কাগজের বিনিময়ে
হাঁস নিয়ে বাড়ি ফেরে।
প্রশংসা কুড়ায়,  
হই-হুল্লোড় করে ।  
যাদের কিনা সাঁতারও কাটতে হয়নি
এমন কি জলে এক বিন্দু পা পর্যন্ত ভেজাতে হয়নি।


          
        **************