জীবন আর মৃত্যুর ছোট্ট ফাটলে টিকে রয়েছি
সুখের লবণহীন বে-স্বাদ জীবন হয়ে।
তবু তোমরা আজও মিথ্যা প্রতিশ্রুতির চিমনি দিয়ে
গলগল করে উগরে দিচ্ছো আমাদেরই দিকে  
পোড়া টায়ারের মতো ঘন কালো ধোঁয়া।
আগুন দাও নি !
তোমরা আমাদের আগুন দাও নি কোনো দিন।  
যে আগুন সুস্থ ভাবে বেঁচে থাকার
যে আগুন স্বপ্ন দেখার
যে আগুন ভালবাসার, ভরসার, স্বাভাবিকতার।
আজও আমাদেরই কাঁধের উপর পা তুলে
তোমরা পাড়ছো ঐশ্বর্যের চাঁদ।
গিলে খাচ্ছো সব সুখের ফসল।
আর আমরা কালো ধোঁয়া বুকে জমিয়ে রেখে
কালো জীবন হয়েই রয়ে গেলাম চিরকাল...    


তবে জেনো  
কালো ধোঁয়াই আজ জমাট বাঁধতে বাঁধতে
পরিণত হচ্ছে প্রতিবাদী মেঘে।  
বাতাসে কান পাতো- হয়তো শুনতে পাবে
সে মেঘেদের ক্ষুব্ধ ক্ষুধার্ত গর্জন,  
আকাশে চোখ রাখো- হয়তো দেখতে পাবে
বিদ্যুতের শাণিত দাঁত।  
ধেয়ে আসছে তোমাদেরই দিকে
শুধু তোমাদেরই দিকে...  
সব দাম্ভিক অহমিকা ভাসিয়ে দিয়ে  
বুঝে নিতে সব প্রাপ্য আগুনের উষ্ণতা।  


          **************