পুঁজিবাদের চারা মোটা হতে হতে আজ মহীরুহ!  
চারিদিকে ছড়ানো তার আগ্রাসী নীতির ডালপালা;  
যে ডালপালার উপর গজিয়ে আছে অজস্র
দাম্ভিকতার সবুজ পাতা।
যা ক্রমশ দুলছে অমানবিকতার বিলাসী বাতাসে।
নীচে শোষণের শিকড় আজও
শুষে চলেছে আমাদের মাটি ঘেঁষা
জীবনের মাটি থেকে শান্তির সব রস।


তবুও আমরা চুপ !
আমদের মুখের দরজায় প্রহরীর মতো সোজা
দাঁড়িয়ে আছে আঙুল!
কণ্ঠে আটকানো জড়তার পাথর !
হাত-পা সব ভীরুতার শক্ত দড়ি দিয়ে আঁটা।  


তাহলে কি প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবে
এ শোষণ প্রক্রিয়া?
তাহলে কি চলতেই থাকবে বুকের পাঁজর পিঞ্জরে
থাকা আমাদের খুদে প্রাণের লুট ।
শঠতার দাঁড়িপাল্লায় কি ওজন হয়ে সস্তায়
বিক্রি হয়ে যাবে আমাদের স্বপ্নের হৃৎপিণ্ড  
চিরদিন আঁধারের কাছে ?
আর আমরা দেখবো আজও কি তা নিরুপায় হয়ে?


না ! আর নয় ।
এসো সাহসিকতার শাণিত চোয়াল দিয়ে
ভীরুতার বাঁধন কেটে, মুষ্টিবদ্ধ ঐক্যের সমন্বয়ে
প্রতিবাদের তুফান হই।  
আছড়ে পড়ি মহীরুহের দিকে;    
সমূলে উপড়ে উলটে ভেঙে দিই তার ডালপালা।


          ******************