শতশত নিরীহদের লাশ বানিয়ে
গাছে বাদুড়ের মতো উল্টো করে ঝুলিয়ে রেখে
চলে গেছে ওরা...
কোনটার হাত নেই
কোনটার পা নেই
এমন কি কোনটার মাথা পর্যন্ত নেই!
ফোঁটা ফোঁটা রক্ত নিঃশব্দে ঝরছে মাটিতে।


নীচেও ছড়ানো হাজার হাজার লাশের স্তূপ!
হলোকষ্ট-এর উত্তাপ এখনো জীবন্ত ।
থমথমে চারিপাশ।


আমি তারই মাঝে ভুল করে বেঁচে যাওয়া
এক অঙ্কুরিত শৈশব প্রাণ।  
যে জ্ঞান হারাবার আগে দেখেছিলো  
তার স্বজন পরিজনদের মুণ্ডচ্ছেদ।
দেখেছিলো বাঁচার আর্তনাদের শেষ আকুতি।
যে আজ বেরিয়ে এসেছে লাশের জঙ্গল ফুঁড়ে।
যার বুকের ভেতর
শুধুই ফুটন্ত ক্রোধের আগ্নেয়গিরি;
যার হাতে প্রতিবাদের উল্কা পিণ্ড,
চোখে প্রতিশোধের অব্যর্থ গাণ্ডিব দৃষ্টি ।  
যে শুধুই বদলা চায় বদলে দিতে
ক্ষমতা লোভীদের পৈশাচিক সাম্রাজ্যের জলবায়ু।


        *************