ইঁদুর মাটির মতো ঝুরোঝুরো হয়ে গেছে
আজ আমাদের সম্মিলিত ঐক্যবোধ!  
সাহসিকতার চোখে এখনো কালো ফিতে বাঁধা;    
কানামাছি খেলছে সে ভীরুতার মাটিতে।
যেখানে আমাদের চুপ থাকার অঙ্গীকার
আজও যেন খুঁটির মতো পোঁতা।
  
তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি-
আমাদের প্রাপ্য অধিকার গুলোর শিরদাঁড়ায়
শাসনের শিখ ফুঁড়ে কীভাবে ওরা বানাচ্ছে শিখ কাবাব।  
বোতলের সাথে কীভাবে উদরস্থ করছে
তরল আত্মমর্যাদা।  
দেখছি- শান্ত সবুজ ঘাস বিছানার উপর
ভালবাসার ক্ষত-বিক্ষত শরীরে লেগে থাকা
হিংসার রক্ত-মৈথুন ।


ভুলে গেছি !
শুধু ভুলে গেছি আমারা  
প্রতিবাদের হাতুড়ি দিয়ে অন্যায়ের পাঁচিল ভেঙে
ন্যায়ের আলো চারিপাশে ছড়িয়ে দিতে।  
করে নিতে সাম্য শান্তির মসৃণ পথ ।


     **************