সাম্যতার গাছে আজ ঝাঁক বেঁধে বসেছে  
অসহিষ্ণুতার বিষাক্ত পোকা-মাকড়।  
গোগ্রাসে চিবিয়ে খাচ্ছে
শান্তির সব সবুজ পাতা।
শুষে নিচ্ছে ভালবাসার রস।
কিছু ঈর্ষার পাখিও তাদের ধারালো ঠোঁট দিয়ে  
ঠুকরে ঠুকরে তার ভেতর করে নিচ্ছে আশ্রয়।
রেখে দিচ্ছে নগ্নতার নীল ডিম।  


রুক্ষ-শুষ্ক-জীর্ণ হতে হতে  
মূল্যবোধের মাটি থেকে ক্রমশ আলগা হচ্ছে
আজ যেন তার ছড়ানো শিকড়।  
  
তবুও সে গাছ এক ফোঁটা প্রাণ নিয়ে  
টিকে রয়েছে দূর আকাশের দিকে তাকিয়ে
শুধুমাত্র একটি আশায়...    
বৃষ্টি নামবে  
একটা বৃষ্টি নামবে
ভীষণ প্রতিবাদের একটা বৃষ্টি নামবে ।
যে বৃষ্টিতে মরা ডালে আবার গজাবে প্রীতির কিশলয়,
ফুটবে সতেজ সুস্থতার ফুল;
ছড়িয়ে পড়বে চারিপাশে নিশ্চিন্ততার সৌরভ ।  

                ***********