ডাঙায় উল্টানো অসহায় কচ্ছপের মতো  
পর্যুদস্ত হয়ে পড়ে আছে গণতন্ত্র।  
যার বুকের মধ্যিখানে আজ গুলি চালিয়ে
স্বৈরাচারী শাসন করে দিয়েছে
যন্ত্রণার এক গভীর গর্ত ।
দাম্ভিকতার আনাড়ি পদাঘাতে যার পিঠের
শক্ত খোলকেও ধরেছে চিড়-ফাট।  
নীরব কান্নায় সে হাত-পা ছুঁড়ে চলছে
অনবরত শূন্যের দিকে।  
খুঁজছে চলছে সোজা হবার তরে একটু অবলম্বনের।  
যে অবলম্বন ঐক্যবদ্ধতার
যে অবলম্বন সাহসিকতার  
যে অবলম্বন বিরুদ্ধতার রঙ মেখে প্রতিবাদের।  

যে অবলম্বনে সে ভর দিয়ে আবারও  
সোজা হয়ে দাঁড়াতে চায়, হাঁটতে চায়।    
সমাজ সমুদ্রে ঝাঁপ দিয়ে
মাখতে চায় সুন্দর স্বাভাবিকতার সফেন ।


                  **********