স্বার্থবাদের চড়া রোদে চুঁয়ে গেছে আজ মূল্যবোধের মুকুল
পাশাপাশি দুটি বাড়ি; তবু দ্যাখো! দূরত্ব যেন একূল ওকূল।  

মনুষ্যত্বের মশাল নিভে গেছে আজ দ্বি-চারিতার বালু-ঝড়ে
ক্ষুধার্ত শিশু কাঁদছে দ্যাখো! এখনো একলা ঐ পথের ধারে।


মানবতার মাথা কুরে কুরে খাচ্ছে আজ অসহিষ্ণুতার ঘুণ
সময়ের শরীরে বারুদ মাখা; দিন-দুপুরে সৌহার্দ্যের খুন।  


পচন ধরেছে ক্রমশ আজ শুভ চৈতন্য-বোধের শিরদাঁড়ায়
নগ্নতারা ঘুরে বেড়াচ্ছে দ্যাখো! নিরঙ্কুশ হয়ে খোলা রাস্তায়।


বিবেকের বেলুন ফেটে গেছে কবেই; ভীরুতার বুলেট লেগে
ঘুমিয়ে পড়েছে কি সবাই? কেউ কি নেই সাহস করে জেগে?


প্রশ্ন জাগে! প্রশ্ন জাগে এক ভীষণ রকম; এ বুকের মাঝে,
নিজের স্বার্থে নিজে বাঁচলে সুস্থ সমতা ফিরবে কি সমাজে ?


               **************