তোমার কাছে যারাই চেয়েছে একটুকরো খুশি।  
তুমি তোমার মেঘ আঁচলের এক কোণের বাঁধন খুলে  
দিয়ে দিয়েছ এক টাকার কয়েন-এর মতো চাঁদ।


তোমার কাছে  যারাই চেয়েছে এক চিলতে আলো।  
তুমি আলতো করে 'রাত ঝিনুকের' খোলক খুলে
মেলে দিয়েছ জ্বলজ্বলে একটা মুক্তোর সূর্য।  


তোমার কাছে যারাই চেয়েছে একটুখানি আশ্রয়।  
তুই নির্দ্বিধায় তোমার মন সাগরের মাঝে তাদের
বানিয়ে দিয়ে দিয়েছ এক একটা সবুজ দ্বীপ।    


তবে আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি।  
শুধু তো চেয়েছিলাম মাত্র একটা 'ভালবাসার ফুলকি।'  
যা এ বুকে সুখের বারুদে সহজেই করতে পারতো
অগ্নি-সংযোগ। সহজেই উড়িয়ে দিতে পারতো
সব কষ্টের ঘাঁটি। সহজেই ঘুচিয়ে দিতে পারতো
সব অপূর্ণতার পরিসীমা।


জানিনা কেনো! কোন অমসৃণ দোষে
তুমি দিলে না সে ভালবাসার ফুলকিটুকুও......