যতই যন্ত্রণারা কষ্টরা আজ মারুক  
জীবনের বুকের পাঁজরে লাথি-ঘুসি।
তবু আমার সব আশারা থাকবে ধনাত্মক।
আমি সব সয়ে যাবো ধৈর্যের চোয়াল
শক্ত করে নীরবে।  
ভাঙবো না।
এমনকি জড়াবো না
এতো শীঘ্র ঘুম দু'চোখে ।    
যাবো না চির ঘুমেদের সৌজন্যে  
চিতা-কাঠের ডাকে আগুন উৎসবে।
এখানে যে এখনো আমার
অনেক কিছু করার আছে।
দেখার আছে আরও একবার  
দু'চোখ ভরে শুধু তোকে.............


                ************