তোমার বাম হাতে ধরা
বল্লমটার উপর গাঁথা রয়েছে ছিন্ন মুণ্ডু ।  
তোমার ডান হাতের
চকচকে তলোয়ারের ডগায় ঝুলছে
কত শত নিরীহ জীবনের মৃত্যুর ইতিহাস।
তোমার দৃষ্টি যেখানেই পড়েছে
ঊষর ধূসর নিঃস্বর হয়ে গেছে নবান্ন-ভূমি।  
তুমি তোমার আগ্রাসী অট্টহাসির ধোঁয়ায়  
আজও ঢেকে দিচ্ছ আকাশের পিঠ ।  
আর
পায়ের নীচে অক্টোপাসের মতো
মানুষের কান্না-আর্তনাদ -হাহাকার
চেপে রেখে আকণ্ঠ পান করছ রক্ত।


শুধু তুমি জানো না
তোমারই সূর্যাস্ত লেখা আছে  
ছোট্ট এক বালকের হাতে।
যে তোমারই শরীরের ছায়ায় বসে
বাজাচ্ছে প্রেমের মোহন বাঁশি ।


    
        *********