এখন এখানে- সবুজ গাছ নেই
            ছায়া নেই
         মেঘ-বৃষ্টিও নেই  
   আছে শুধুই খাঁ খাঁ রোদের ফালি ।
  জায়গাটার নাম- হৃদয়খালি ।


এখন এখানে- শীতল জল নেই
            স্রোত নেই  
     মাঝি-খেয়াও নেই
আছে শুধুই শুকনো বালির জমাট ।  
  জায়গাটার নাম- মন নদীর ঘাট।


এখন এখানে- স্নিগ্ধ হাওয়া নেই
         পাখি নেই  
       সুর-গানও নেই
আছে শুধুই শূন্যতা ভরা দীর্ঘশ্বাস।
জায়গাটার নাম- বুকের আকাশ।  


এখন এখানে- দীপ জ্বলা নেই
          ঝাঁট নেই
    পুজোর- শঙ্খধ্বনিও নেই  
আছে শুধুই একটা ভাঙা স্বপ্ন-মূর্তি স্থির।  
জায়গাটার নাম- প্রাণের মন্দির।


এখন এখানে- রঙিন প্রেম নেই
        প্রীতি নেই
    দ্যুতি- গতিও নেই
আছে ছড়ানো স্মৃতির নুড়ি-পাথর।  
জায়গাটার নাম- পোড়া অন্তর।


    -----------------------