মেঘের ঢাল বেয়ে গড়িয়ে পড়া  
সোনালী রোদের প্রপাত,  
জোনাকি ফুলে ভরে ওঠা কৃষ্ণবর্ণ রাত।
কিংবা আকাশের মাথায় রামধনু মুকুট,  
কিশোরী ফুলেদের ঠোঁট ছুঁয়ে
দুষ্টু প্রজাপতিদের ছুট।
সব কিছুই দেখার অনুভূতিরা
আজ ক্ষণিক।    
আগের মতোও আর  
দেয় না ধরা যা কিছু প্রকৃতিক ।


জীবন এখন জীবনের প্রয়োজনে
হয়ে গেছে বড়ই জটিল, বড়ই যান্ত্রিক।


           ******