রোমান্টিকতারা এখন নিয়েছে ছুটি
ফেরারি হয়েছে প্রেমেরই ছন্দ,
কলম আজ বড়ই বাস্তববাদী
কলমের মুখেও বারুদ বারুদ গন্ধ।  


চারিপাশ জুড়ে যখন মৃত্যুর মিছিল  
পুড়ছে আলয় জ্বলছে গণচিতা,  
কি লাভ কল্পনারই ফানুস উড়িয়ে  
সেই খানে লিখে প্রেমের কবিতা।


সাঁড়াশির চাপে সাধারণের জীবন    
সুশাসনেরই নামে চলছে সন্ত্রাস,    
সব কিছুই দেখেও চুপ থাকে যারা  
তারাও নয় কি একটা জ্যান্ত লাশ?    


রোহিঙ্গা শিশুরা আজ খাদ্য খোঁজে
মৃত মায়ের রক্তের উপর দেয় রিঙ্গণ,  
পাষণ্ডের পায়ে পিষে মরছে ওরা
ওদের পাশে দাঁড়ানো বড় প্রয়োজন।  


রক্ত যেখানে রূপ নিয়েছে নদীর  
অত্যাচারের অনল যেখানে চরম,  
রূপকথার রাজ্য ছেড়ে; প্রতিবাদী হোক
একসাথে সমস্ত সৃজনশীলের কলম।  


          ***a***