সূর্য শুধু ভালবেসে গেলো  
সকাল আর বিকেল নামের ছেলেটাকে।
সে কখনো ভালবাসলো না দুপুরটাকে।  
যে দুপুর শুধুই তার কাছে
চেয়েছিলো- একটু ভালবাসার ছায়া,
চেয়েছিলো- একটু রোদের পেলব আদর।

কিন্তু জানিনা কোন দোষে
সে সূর্য পুড়িয়ে যায়
অবহেলা আর কটাক্ষের চড়া রোদ
শুধু দুপুরটাকেই ।  
ভরে দেয় তার বুকের পাঁজরে পাঁজরে
এক গুমোট অস্বস্তি।


তবুও দুপুর সব যন্ত্রণা সয়েও  
সেই সূর্যের দিকেই তাকিয়ে থাকে,  
তাকে ভালবাসে বলেই  
আজও সে হয়ে আছে নীরব।  


             ****