চোখের চিলেকোঠা থেকে
উড়ে গেছে শঙ্খ-শুভ্র পায়রা।
বুকের পাড় থেকে সরে গেছে
ফেনিল জল ।
প্রাণের সবুজ পাতায় অবলুপ্ত হয়েছে
সুখের সালোকসংশ্লেষ।
হৃদয়ের হলুদ সরষে ক্ষেতেও
আর আসে না প্রজাপতি।
জীবন এখন বন্দী ফণীমনসার বৃত্তে।
শুধু তুমি
নতুন রোদের নরম উষ্ণতায়
কুমারীত্বের খোলস ছেড়ে
শ্রীমতী হলে যখন।


***************