উঁচু উঁচু চিমনির ফানেল দিয়ে
বেরানো ধোঁয়ার ফোয়ারা।
বনবন করে ঘুরতে থাকা
যন্ত্রের নাগরদোলা।
পোড়া ডিজেলের গন্ধ।  
ধুলো ধোঁয়া আর
কোলাহল যানজট পেরিয়ে
যখন দূরের দিকে তাকাই  
দেখি যান্ত্রিক উৎসবের এক বিরাট মঞ্চে -
যেন ইস্পাতের কোনও এক ম্যাজিশিয়ান
সব সবুজকে ভ্যানিশ করে-  
এক নিমিষে বানিয়ে দিচ্ছে
ইমারতের পর ইমারতের জঙ্গল।


প্রতিদিন এ যান্ত্রিক উৎসবের মাঝে
ঘুরতে ঘুরতে
প্রাণ যখন অসহায়
মন যখন ভীষণ ক্লান্ত হয়ে ওঠে ।    
ঠিক তখনই দুদণ্ড বিশুদ্ধ শ্বাস নিতে
আমারও পালিয়ে যেতে ইচ্ছে করে
সেই নাম না জানা দূরের কোনও
এক গাঁয়ে--
  
যেখানে সবুজ প্রকৃতি আজও সরলতায়
     পৃথিবীতে করছে রাজত্ব ।


               ******