আমাদের ভাষা তারই রক্ত ঝরায়
ঝরায় শরীর থেকে ঘাম,  
আমাদের ভাষা ভালবাসতে জানে
করতেও জানে সংগ্রাম।  


আমাদের ভাষা উষ্ণ প্রতিবাদী
তেজীয়ান ঐ সূর্যের মতন,  
আমাদের ভাষা ছড়িয়ে পড়তে জানে
বাংলা থেকে 'সিয়েরা লিওন।'    

আমাদের ভাষা নতুন স্বপ্ন দেখায়
মূঢ়েরও মুখে ঘুঁচিয়ে দেয় আঁধার,  
বীরের মতন ছিনিয়ে নিতেও জানে
সে তার নিজের অধিকার।  


আমাদের ভাষা সাম্যবাদী
বুক জুড়ে রাখে নব চেতনার গান,  
গড়ে তোলে আত্মার সাথে আত্মার
এক নিবিড় প্রেমের ঐক্যতান।


আমাদের ভাষা আপন গতিতে,
আপন ছন্দে, আপন সুরে স্বাধীন,  
আমাদের ভাষা চির সবুজ হয়ে
বিশ্ববুকে বেঁচে থাকবে চিরদিন।


     ************