আমার ৫৫০ তম কবিতার পাতায় আপনাকে স্বাগত।  
--------------------------------------------------


মানবিকতারা আজ তার রাজ্যচ্যুত  
অমানবিকতা এখন করছে গ্রাস,  
শুভ-বোধ ঝুলে পথেরই ল্যাম্প পোস্টে
গলায় জড়ানো নীল নগ্নতার ফাঁস।


লাইনে দাঁড়িয়ে কাল যে বৃদ্ধ মরল
কেউ তো দিলো না তার মুখে জল!  
ভীষণ ব্যক্তিকেন্দ্রিক ব্যস্ততার বুকে
আমরা কি তবে নাম লিখেছি কেবল?


হাঁটু মুড়ে যে লোকটি প'ড়ে আছে পথে
কেউ তো গেলো না নিয়ে হাসপাতালে!
সমস্ত সবুজ গাছ; শুকিয়ে গেছে কি তবে  
আমাদের চেতনার চাতালে?  


যে ধর্ষিত মহিলাটি ন্যায়ের বিচার চায়
তার লড়াইয়ে কেউ হলো না সামিল!!  
মন জুড়ে কি শুধুই কাক-চিল ওড়ে  
মরে কি গিয়েছে ভালবাসার কোকিল?


সহানুভূতিরা তবে লুকালো কোথায়
বুকের কোন গুহায় করলো আত্ম-গোপন?
দ্বিচারিতারই বিষ! কণ্ঠে ভরে রেখে;
বলো তো গড়া কি যায়- সুস্থ সমাজ জীবন?  


এসো হাতের উপর এ হাতটা রাখি  
ফোটাই সবার মুখে আবার হাসির খই,  
অসমতার পাথর সরিয়ে; মূল্যবোধের-  
মাটিতে দাঁড়িয়ে; একটু মানবিক হই।


              ***a***